মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ - ২০:৫৫
ইমাম রেজা (আ.)-এর জিয়ারত: এক আত্মিক আমন্ত্রণ – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মাশহাদে ইমাম আলি রেজা (আ.)-এর পবিত্র মাজার জিয়ারতের পর তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন: ইমাম রেজা (আ.)-এর জিয়ারত কেবল তাঁর আমন্ত্রণেই সম্ভব হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি মাশহাদের পবিত্র হরামে ইমাম আলি ইবনে মূসা রেজা (আ.)-এর জিয়ারতের সময় গণমাধ্যমকে জানান, এই জিয়ারত ছিল এক গভীর আত্মিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা শুধুমাত্র ইমাম (আ.)-এর দাওয়াতেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “আমি ইমাম রেজা (আ.)-এর পক্ষ থেকে ডাকা হয়েছি, আর নিশ্চিতভাবে বলা যায়, এই জিয়ারত শুধুমাত্র সেই আমন্ত্রণ ছাড়া সম্ভব হতো না।”

তেহরানে ইরান, ইরাক ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকের পর, আজ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাশহাদ সফরে আসেন।

তিনি আস্তানে কুদস রেজভী কর্তৃপক্ষের পক্ষ থেকে যিয়ারতকারীদের জন্য প্রদত্ত সুবিধাগুলোর প্রশংসা করেন এবং বলেন, পাকিস্তান এই সেবাসমূহ আরও উন্নত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

আশুরার চল্লিশা তথা ‘আরবাইন হোসেইন (আ.)’-এর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সৈয়দ মোহসিন নাকভি বলেন, বর্তমানে যিয়ারতকারীদের জন্য সীমান্ত বন্ধ রয়েছে, তবে ইরান ও ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেগুলোর ইতিবাচক ফলাফল খুব শীঘ্রই দেখা যাবে।

তিনি আশা প্রকাশ করেন যে, এসব পদক্ষেপ আরবাইন উপলক্ষে সীমান্ত পুনরায় চালু ও যিয়ারতকারীদের যাতায়াত সহজ করতে সহায়ক হবে।

দর্শন সফরের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আস্তানে কুদস রেজভীর উচ্চপদস্থ কর্মকর্তা রেজা খোরাকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha